তাসলিমা খানম


.





ইচ্ছেটা মরেনি আজও

ঘুমের মধ্যে আতকে উঠা আবেগি স্পর্শ বা
ভর দুপুরে কপালে ভিজা হাতের স্পর্শ
না এমন হয়নি কখনো ।
কিছু মধুর আলাপন বিকেলের রক্তিমাভায়
না তা হয়নি কোনদিন ।
পথ চলতে গিয়ে পথ যেন শেষ হয় না
দীর্ঘনিঃশ্বাস ছাড়া স্পর্শ করেনা বাহুপাস ,
তাই খোঁপায় গোঁজা হয়নি কবরী তার জন্য ।
তবে ইচ্ছেটা মরেনি আজও ,
যখন পাশাপাশি চলা-ফেরা করা হয়
তখন রুর কিছু আচরন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য দেখায় ।
টেলিফোনে ভেসে আসে না আবেগি কণ্ঠ
কেবল গম্ভীর কণ্ঠে “হু” হ্যাঁ , আচ্ছা , রাখ ,
আমি নিজেকে কচ্ছপের মত গুটিয়ে নেই ।
আমি আয়োজন করি যার,
তার কাছে নেই প্রয়োজন ।
তাই মাঝে মাঝে শত প্রয়োজনেও ,
আর আমার আয়োজন আসেনা মনের কোনে ।
আমার চলার গতি যেখানে নিষ্প্রয়োজন
সেখানে পথ রুদ্ধ , বাক রুদ্ধ !!
মরুভূমির উপর ছুটে চলা যার অবিরত
কে দেয় তাকে এক আজলা জল ।

ঢাকা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.