
অন্ধ অবতার !!
মুখ তুইল্যা চাহ্ । কান পাইতা হোন -
ব্রহ্মাণ্ডে আইজকা তুই একা নস । দ্যাশে বোবায় ধরছে
আরো মা’গোয় ।
মালতী , হ্যাস্তাছস !
এই হ্যানেও ভরসা নাই , বিপিনের মাইয়ার কাছে হুইন্যা দ্যাখ !
কাগজ পইর্যা পইর্যা হুনাইতেছিল ওর বাপেরে ।
সদরের ইউনিয়নে, ছবিও দেইহ্যা আইল্যাম –
রাজা বাদশার শহর !
দুনিয়ার সব রঙিন আলোয় ঠ্যাইসা ঝকমক করা সড়ক।
ওরা কয় রাজপথ –
হেই নাহি আগল্যায় স্বদেশের বুক । ন্যাতাজি গান্ধীজী ‘র চরণ মাখা সড়ক ।
স্বদেশের সড়ক বাইয়্যা চিক্কুরে আইজো গলা ফাটায়
আন্না , রাম , কত রঙ করা মুখ।
ব্যাবাগ চিক্কুরে কান খাড়া রাহাই দায় –
জানোস -
হেই হব্দ কানে লইয়াও খ্যারাইয়া থাহে , কত ফটোওলা।
ঝোলায় খুচুর খুচুর ছবি ধরে – হেই গুলাও ঘুইর্যা বেইচ্যা প্যাট ভরে।
- আর অবতার ?
ভালো জিগাইছস মণি’র মা ।
হ্যাথো, আমাগো পাড়ার জগন্নাথ । ওরেই সব লোক ঘিইর্যা থাহে,
টু হব্দ কইরার জো নাই । মুখ টিইপ্যা টিইপ্যা কথা কয় – খালি ঘাড় নাড়ে।
যন্ত্র টিইপ্যাই সব দ্যাহে , কথা কয়। কয় ... কুনো ছাড় নাই ।
হালাই, ন্যাতার শুখনা মুড়ি ভেজা যত কথা । হেই নাহি সব জান্তা ।
ভরা লোকে, চিক্কুরে ওরে কই জানোয়ার – পিণ্ডি চটকাই তর ।
হে হে -
ইউনিয়নে খলপার ব্যাড়ায় ঝোলা গান্ধী’ও হাসে
খিল খিল কইর্যা হাইস্যা মরি আমিও ...
- মণি’র বাপ –
একটু জিরান । মাথা খারাপ কইরেন না –
নারে মালতী , মাথা ঠিক’ ই আছে – তাইলে হোন খবর –
সাই সাই মোটর গাড়ি , ছুইট্যা যায় ছুইট্যা যায় -
ভিত্রে মহাভারত, হুনছস তো হেইড্যা - একা দ্রৌপদী আর পঞ্চ পাণ্ডব ।
বাইরে ব্যাবাগ রাজ অবতার ! তারই ভিত্রে ...
হাজার আলোয় জ্বলত্যাছে একা কমলা ।
কামুকের ক্ষিধ্যায় লণ্ডভণ্ড মাইয়্যা লোকের ভূষণ-
আমাগো জন্মের অধিষ্ঠাত্রী।
মালতী রে ,
বুক ধইরা আসে, ভাইঙ্গা তছনছ হইয়া যায় –
চোখ ঠ্যাইল্যা আইসে বটতলা ছুইয়া আলপথ ...
আমাগো মণি ।
খুবলানো গতর , থ্যাতলানো মাথা
হা’কইরা আছিল শূন্যে তাকাইয়া –
ওর চোখ’ডা তো আমি ই বন্ধ কইররা দিছিলাম –
আমি যে ওর বাবা।
আগুন দিছিলাম আমি – আজও দিমু ...।
মালতী, আর হওয়ান যাইবো না ...
বসন প্যাচাইয়া মশাল জ্বালা – মোমবাতির কাম নাই
চল বটতলা ছুইয়া আলপথ ,
সব মণি’র লাইগ্যা রাজ অবতারে আগুন দিমু
দেহি কদ্দিন চুপ থাকে রাজপথ ।
উত্তরবঙ্গ ।
দুর্দান্ত দাদা..
উত্তর দিনমুছুনচমৎকার লেখনি। মুগ্ধ হলাম কবিতার শব্দচয়নে; শুভ কামনা রইল কবি
উত্তর দিনমুছুনচমৎকার লেখনি। মুগ্ধ হলাম কবিতার শব্দচয়নে; শুভ কামনা রইল কবি
উত্তর দিনমুছুনমালতী ,
উত্তর দিনমুছুনবসন প্যাচাইয়া মশাল জ্বালা – মোমবাতির কাম নাই
চল বটতলা ছুইয়া আলপথ ,
সব মণি’র লাইগ্যা রাজ অবতারে আগুন দিমু
দেহি কদ্দিন চুপ থাকে রাজপথ ।
নতুন করে কিছু বলার নেই আপনার লেখায় । শুধু পড়ে যেতে হয় । লিখুন , এইভাবেই লিখুন সমাজের সার্বিক দিক নিয়ে ।
বেশ লিখেছেন কবি চলতি ভাষায় ---- আরও লেখা পড়তে চাই ---
উত্তর দিনমুছুনবেশ লিখেছেন কবি চলতি ভাষায় ---- আরও লেখা পড়তে চাই ---
উত্তর দিনমুছুন@Debjit
উত্তর দিনমুছুনতোমার উপস্থিতি জেনে ভালো লাগলো ।
@নামহীন
উত্তর দিনমুছুনআন্তিরিক ধন্যবাদ ।
@সেলিম রেজা
উত্তর দিনমুছুনভীষণ ভালো লাগলো দাদা আপনার উপস্থিতি । সাথে থাকুন এই ভাবেই ।
@মল্লিকা সেন
উত্তর দিনমুছুনহার্দিক ধন্যবাদ আপনাকে । ব্লগে উপস্থিত থেকে লেখা পড়ার জন্য ।
@নামহীন
উত্তর দিনমুছুনআপনার আর্জি রাখার প্রাণপণ চেষ্টা করবো ।
@নামহীন
উত্তর দিনমুছুনধন্যবাদ ।
সার্বিক অলংকরণ দৃষ্টিনন্দন। লেখায় সরল ব্যঞ্জনা আছে।
উত্তর দিনমুছুনশুভ কামনা থাকলো।
দুঃখিত, বিলম্বে প্রতি মন্তব্যে। খুশি হলাম আপনার দৃষ্টি প্রদানে।
মুছুনদারুণ লাগলো
উত্তর দিনমুছুনচার বছর পূর্বের লেখায় আজ প্রতি মন্তব্যে মার্জনা করবেন দাদা। অনুপ্রাণিত হলাম।
মুছুন