
ইন্দ্রজালের নিঃস্তব্ধতায়
ইন্দ্রজালের নিঃস্তব্ধতায় শুধু তুমি আর আমি
থেকে যাব বিসতৃত দিগন্তের ওপারে;
মনে আমার স্বপ্ন আছে, প্রত্যাশা আছে ঢের
হোকনা ক্ষনস্থায়ী তবুও আমি ভালবাসি।
জ্যোছনা রাতে একাকী নীল আকাশে
খুঁজে ফিরি তোমাকে ভালবাসার অবগাহনে।।
বছরের শেষ চাঁদ শেষ পূর্ণিমা দৃষ্টি মেলে
পশ্চিম আকাশে এসে থমকে দাঁড়ায়;
নিঃস্তব্ধ সমুদ্র,নির্জন পাহাড়,একাকী অরন্য
সব কিছু হারিয়ে যায় জীবন থেকে এক সময়,
তবুও স্বপ্ন দেখি,দেখি পূর্ণিমা,আবার
জেগে উঠে ধূ-ধূ মরুর বুকে কচি ঘাসের ডগা,
শুধু ফিরে আসেনা হারিয়ে যাওয়া ভালবাসা।।
ইন্দ্রজালের নিঃস্তব্ধতায় শুধু তুমি আর আমি
খুঁজে ফিরি হারানো স,সফেদ ফেনার মত
অতীতের মহাসাগরে দক্ষ ডুবুরীর মত আজও
হ্রদয় নিয়ে ঘুরে বেড়াই এদিক-সেদিক
সহজ আনন্দের মত তোমার অভাব পূর্ণ করি।।
সিলেট ।
.
সুচিন্তিত মতামত দিন