অমিতাভ দাশ








স্বীকারোক্তি

নিবিষ্ট সাজে এই
..................এইভাবে একটু দোলায়
প্রাচীন সে সুর এক
নাকি কার
............আলতো ছোঁয়ায়...
তিরতির একরাশ
মায়াময় প্রজাপতি, রঙীন রঙীন!
ঝাঁপ দিয়েছিলো
দ্যুতিময়
শুন্যে বেপথু...
পুনরুক্তি হবে,
তাও বলে যাবো...
ঘুমিয়ে সে পড়বার আগে, --
আমার নির্জনে ছিল
.................বনকপোতের ঝাঁক!
আমার নির্জনে আছে
..................মহাকায় নদী,
আমার নির্জনে উপত্যকা
..................সুগভীর থাক!
আমার ডাকেতে তুমি
......................নাই এলে যদি!



জলছবি /.জানলায় বৃষ্টি সিরিজ [২৮]


প্রথম দেখা..."তুমিই কি সে!"
মুখে চোখে হাসি...
সূর্য আবার উঠল যেন
দীঘল দিঘি জুড়ে!
মেলামেশার ভীড়েও পরে
অনেকজনের মাঝে...
চোখ ছুঁয়েছি...মনে আছে
হরিণ চপলতা!
তারপরের বার গানে গানেই
বসা পাশাপাশি...
অনেক কথা, আলাপচারণ
লোকের কথা বলা...
চুপটি হয়ে দেখা ছিল অনেক অনেক ক্ষণ!
বিদায়বেলায় এগিয়ে দিলে
একলা হিজল বন!
শেষ দেখেছি বাস জানালায়
সারাদিনের ঘোরা...
বিদায়বেলার সাঁঝ নেমেছে
আকাশভরা রঙ্...
আমার তখন 'কোথায় রাখি!"
উপচে ওঠা মন!
সান্নিধ্যেই ফুটে ওঠা
বুনো গোলাপ বন!
তখন থেকে শিল্পী হলেম
ছবির পরে ছবি
যাই এঁকে যাই একের পরে
নীরব ছবির সার
ভালবাসি...হয়নি বলা
বলবো...
...............পরের বার!
আমন্ত্রণ যে দিয়েছিলে?
অচিন-নদীর-পাড়?

কলকাতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.