প্রিয়দীপ








অপরিস্ফুট প্রচ্ছদ ! 




এক চোখে উদার  নীল সমুদ্র –
এক চোখে উন্মুক্ত নীল আকাশ ,
ছিল,
এক বুকে, পাড়ে ফেরা নিশ্চিত নিরবিচ্ছিন্ন ঢেউ
এক বুকে বাঁচার সুপ্ত শ্বাস প্রশ্বাস ।


নির্ভয়ে কূল কূল বয়ে যাওয়া বারো মাস
উদয়ে হলদে মাখানো স্নিগ্ধ সকাল।
যেন ,
ষড়ঋতু জুড়েই সঞ্চিত আহ্লাদিত ভেজা ঠোঁট –
সখ্যতে বিকিরণ ! উষ্ণ মাদকতার মশাল।

পূর্ণতায় এতটাই ছিল মন প্রান
বন্ধনে, - সুখী এই দায়  ।
আজ,
নিসঙ্গতা এতটাই  গ্রাস করে
স্পন্দনে দিবা রাত্রি ধায় ।

হে নৈসর্গিক মৃন্ময়ী ! বেলা অবেলার তৃপ্ত অম্লমধুরে
অস্তে , কমলায় সাদা  ছুঁই ছুঁই মেঘে – অস্ফুট আত্মবিশ্বাস।
বায়ুমন্ডলে ,
শুধু, কি প্রত্যয়ে - দহন নিবারণের আশ্বাস ?
শূন্য জীবন , সত্যি কি শূন্য রবে পারুল ? শূন্য নির্যাস ?


উত্তরবঙ্গ ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.