এ বি এম সোহেল রসিদ


                                                                                                                   একক ছড়া 








শীতার্তটাকে দিয়ে দিব ছুটি 

ছুঁয়ে দিতে চাই সর্বক্ষণ 
যদি পাই শৃংখলহীন মন 
সরোবরে ফোটাতে পারি নীল পদ্ম 
ফিরে যদি পাই কবিতার ছন্দ।
দু’চোখে দিয়ে চাঁদের চুম
এনে দিতে পারি রাতের ঘুম 
আবার যদি বাস ভালো 
হয়ে যাবো ভোরের আলো।
আঙ্গুলের নিষিদ্ধ বিচরণ 
হঠাৎ উষ্ণতার বিস্ফোরণ 
শীতার্তটাকে দিয়ে দিব ছুটি 
ভুলে যদি যাও অতীতের ত্রুটি।


কষ্টের চৌকাঠে বন্দী

ইচ্ছের চার দেয়ালে ঝুলিয়ে রেখেছি 
গোপন বিরহের সব গ্লানি 
জ্যোৎস্না ভরা রাতে এক টুকরো মেঘ 
আটকাতে পারেনি চোখের পানি।
কষ্টের চৌকাঠে বন্দী ইচ্ছে গুলি সব 
নিজের ছায়া দেখে নিজেই অসুখী
প্রাপ্তির হিসেব কষে বৃথাই করি কলরব 
ব্যর্থতার গ্লানি হয়েছে আজ মুখোমুখি।
চোখে চোখ রেখে বল হবেটা কি?
চোখ এখন রূপের নেশায় বন্দী 
জীবনের পথে ভালবাসার ফাঁদ পেতে 
অবিশ্বাসের সাথে করছ গোপন ফন্দি।
ইচ্ছে করলেই বদলে দিতে পার সব 
নিতে পার রোদ্দুর দিতে পার বৃষ্টি 
এক আকাশে আলোছায়ার লুকোচুরি
চাঁদের উপর সূর্যের পরেছে দৃষ্টি।


অজানা শঙ্কায়

তীব্র শীতের বৈরী হাওয়ায়
কেন এত রঙ ছড়াও
শুকনো পাতা ঝরছে দেখে
কেন এত হেসে বেড়াও ।
হৃদয় দিয়ে রিক্ত আমি
কত কষ্টে বেঁচে আছি
জানে শুধু তা অন্তর্যামী
অপেক্ষায় আজও আছি।
কুয়াশার চাদরে হয়ে আড়াল
শিশির হয়ে থাকি ঘাসের ডগায়
এক মুঠো সোনালী রোদে
হারায় মুক্তোদানা অজানা শঙ্কায়।



ইচ্ছের ফানুস

শুকিয়ে কাঠ শৃঙ্খলিত অন্তর
জীবন নদীতে ধু ধু বালু চর
কষ্ট গুলো চোখে করে টলমল
কান্নার দেখা কোথায় পাব বল?
বেলা শেষে এক টুকরো মেঘ
বৃষ্টির তোরে ভেসে যায় আবেগ
নৈশব্দের রাত্রির স্বেচ্ছা আত্মসমর্পণ
ভোরের অপেক্ষায় থাকি যতক্ষণ।
শূন্য হাতে অপলক চেয়ে থাকা
গোপন স্বপ্ন গুলো জলরঙে আঁকা
আকাশে যতই উড়াও ইচ্ছের ফানুস
খুঁজে পাবে কি ভালবাসার মানুষ।





ঢাকা । 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.