
আজকে শীতের তীক্ষ্ণ ছোঁয়ায়
কাঁপছে শহর গ্রাম
হাড় কাঁপানো ঠাণ্ডা হাওয়ায়
দেড়শো বিবেক নাম
উৎসব আর আলোর চেয়েও
খুশী হতেন নাকি
ক্ষুদার্তদের খাইয়ে দিলে?
কতই ভাবে ঢাকি।
শীতার্ত এই ফ্যাশান শহরে
বাসন মাজার লোক
রাস্তার ধারে সব্জিওয়ালা ।
সবার আরাম হোক
একটু না হয় কম সাজলাম,
চলুন করি শেয়ার
জন্ম মহোৎসবের থেকে
সেটাই বোধ হয় ফেয়ার ।।
প্রবাসী ।
সুচিন্তিত মতামত দিন