
বিষাদ সিন্ধু...
জন্মের দাগ নেই,
দশ মাসের যন্ত্রণাও পোহাতে হয়নি,
তবু, চলে যাওয়া পায়ের ছাপে হাত বুলিয়ে
এখনও নিস্পলক চাহুনি।
ফাঁকা গোয়ালের ছেঁড়া দড়ির শূন্যতা
চাবুক মারে বুকে,
রোগের পাশে দগদগে ঘা হয়ে বাঁচে,
বাবা নামের অভিশাপ।
ওদিকে রাস্তায় ধুলোর সাথে উড়ে যায়
অন্নপ্রাশনের সেই ছোট্ট পা ।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন