
জীয়ন কাঠি মরণ কাঠি
রাজকুমারী ঘুমে নিঃঝুম সাত মহলা বাড়ি
রাক্ষুসীরা চলে গেছে দূর দেশেতে পাড়ি |
কেউ কোথাও নেই শুধু রাজপুরী থমথম
রাজার কুমার ঢুকল ঘরে গা করে ছমছম ||
অবাক হয়ে তাকিয়ে দেখে সাজিয়ে রূপের ডালা
রাজকুমারী অঘোর ঘুম চাঁদের সমান আলা |
জীয়ন কাঠি মরণ কাঠি জেগে ওঠ চুপি চুপি |
রাজকন্যের অঘোর ঘুম রাক্ষুসীদের কারচুপি ||
রাজার কুমার স্পর্শ করে রাজকুমারীর কপাল
রাজকুমারী চোখ খুলে চায় হৃদয় উথাল পাথাল |
বন্দী হল রাজকুমারী ভালবাসার ছোঁয়ায়
রাজার কুমার হাত বাড়িয়ে সোহাগে তারে জড়ায় ||
ফিলাডেলফিয়া, আমেরিকা
সুচিন্তিত মতামত দিন