প্রিয়দীপ









সমীপে , ভারতমাতা ।

তুমি কি বুঝতে পারো না ! ওরা যে কতো নিষ্ঠুর –
এক গুয়েমে হিংস্র পশুর চেয়েও জোয়ারিপনা।
লজ্জা পেলে মাতা !
সাম্রাজ্যবাদের জয়গানে নুপুংশেরা - আজও উচ্ছ্বাসিত
কি বেহায়া – নির্লজ্জ ,
সৃষ্টির সন্ধিক্ষণে – মুক্তির বিশ্বয়ানে ওরা চায় ধ্বংস ।
হায়েনার মতো কেড়ে নিতে চায় অর্জিত গ্রাস
মানুষে মানুষের সৌহার্দের বসবাস ।

তুমি’তো সর্বশক্তিমান দেবতা - ভারতমাতা
পারো কিনা ঐ নশ্বর গুলিকে সুপথে বইতে।

ওরা কি জানে –
ঘুনে রাঙ্গানো এই সমাজে আজও শত শহীদের রক্ত ধারা
বক্ষমান এই স্রোত – সমস্ত ব্যারিকেড ভেঙ্গে
সম্মুখে এগোয় – জ্বালাতে আগুন নিঃশেষে সর্বস্ব
শোষকের মনে – পুড়ে হয়ে যায় তা ভস্ম ।


উত্তরবঙ্গ ।


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন