প্রিয়দীপ






জীবন ধর্মে ।।

ধর্ম -সেতো এখন আমরা'ই রচনা করি !
যে ধর্মের পদ চরণে তোমার স্বর্গ ।
স্বর্গের মরূদ্যানে সুদর্শন’ ই মুখখানি
সাদরে গ্রহন করবো – সমস্ত শরীর লুটে পুটে নিয়ে
তোমাকে হাসাবো – কাঁদাবো –
দুর্বলতায় ক্রমাগত ভাবাবো ।

মানুষ না অমানুষ –
বরং সে কথা থাক । এসবে তুমি ভেবো না ,
না হলে - বিকেলের চায়ে গোপনে কে বিষ ঢেলে দেবে
কৃষ্ণ পক্ষের রাতে গলায় চরানো দড়ি-
মধু চন্দ্রিমার ছলে চলন্ত ট্রেন থেকে জোড় ধাক্কা
ক্ষীণ প্রতিবাদের ধমনীতে
চির ধরানো ধারালো ব্লেড
নয়তো বা কেরোসিনের প্রলেপ দিয়ে প্রজ্বলিত তোমার অস্থি মজ্জা ।
আগুনের গোগ্রাসে বুদ বুদ হয়ে মিলিয়ে যাবে
সাত পাকের মাংস পিণ্ড ।

কি ভাবছ ? সমাজ ! সেখানেও আমরা ।
কফিন বন্দি শনাক্ত গলিত দেহে –
স্বজনের বোবা কান্নায় দুমড়ানো কিছু ফুল
খবরের পাতার টাটকা ক্লিপিংসে গরম করা হাটে বাজার –
সময়ে স্নায়ু’র উজ্জীবিত রক্ত ক্রমশঃ হবে স্থিতিশীল ।

তাই -
যদি সত্যি’কারের মানুষ হও – শেকল ছিঁড়ে বেরিয়ে যাও
ধেয়ে আসা কতৃত্বের  ক্রোধকে পরাজিত করে
দু চোখে নব জীবন দেখ -
কেন'না এই চোখখানি তোমার’ই ।

( পরিমার্জিত , তসলিমা সংখ্যার পর )


উত্তরবঙ্গ ।

একটি মন্তব্য পোস্ট করুন

10 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ভালো বলেছ দাদা।। খুব বেশী ভালো লাগলো তাই।

    উত্তরমুছুন
  2. ভালো বলেছ দাদা।। খুব বেশী ভালো লাগলো তাই।

    উত্তরমুছুন
  3. প্রিয়দীপ । কিছু বলার নেই । ক্রমশ আপনি সব শ্রেণীতেই সাবলীল হয়ে উঠছেন । কি প্রেম , কি ভালোবাসা , কি সমাজ চেতনা , কি শিক্ষা কি দীক্ষা , কি দেশ । সাবলীল ভাবে আপনার ভাবনা তার শক্তি সঞ্চয়ে প্রকাশিত শব্দ আমাকে আকৃষ্ট করে প্রতিনিয়িত । অপূর্ব ।

    উত্তরমুছুন
  4. সমাজ এর ভ্রুকুটি তে মানুষ হয়ে উঠতে পারেনা যে তার প্রতি যথার্থ নিবেদন!!! অপূর্ব ...কবি।।

    উত্তরমুছুন
  5. @Debjit

    ব্লগে এসে কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই ।

    উত্তরমুছুন
  6. @মল্লিকা সেন

    আপনার ভালো লাগা আপনার সার্বিক বিশ্লেষণে নিজেকে আরও দায়িত্ব শীল হতে শেখায় । পাশে থাকুন মানুষের কথায় ।

    উত্তরমুছুন
  7. @মামনি দত্ত

    উৎসাহিত হলাম আপনার উপস্থিতিতে । আন্তরিক শুভেচ্ছা নেবেন কবি ।

    উত্তরমুছুন
  8. যদি সত্যি’কারের মানুষ হও – শেকল ছিঁড়ে বেরিয়ে যাও
    ধেয়ে আসা কতৃত্বের ক্রোধকে পরাজিত করে
    দু চোখে নব জীবন দেখ -
    কেন'না এই চোখখানি তোমার’ই ।
    == খুব সুন্দর লিখেছেন কবি। যতার্থ আপনার আন্তরিকতা। যতার্থ আহ্বান।

    উত্তরমুছুন
  9. @মল্লিকা সেন

    দিদি - এই সবই আমাদের শোষিত সমাজের ছবি । সময় অসময়ে তাই ঝলসে ওঠে শব্দে । ভীষণ অনুপ্রাণিত হলাম আপনার পদার্পণে ।

    উত্তরমুছুন
  10. @পর্ণা

    হুম খুব স্বাভাবিক এই আহবান । সাময়িক দুর্মূল্য দুর্ভেদ্য মনে হলেও এটাই বাঁচার শাশ্বত পথ । ধন্যবাদ প্রিয় সুহৃদ , শব্দের আল্পনায় আপনার উপস্থিতির জন্য ।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন