লাবনী বন্দোপাধ্যায়







যাজকসত্র

যারা ইতিহাসে লেখেনি নারীজন্মকথা
যারা চায়নি নারী শিক্ষা-ভোটাধিকার
যারা চিৎকার করে বলেছে
সংস্কৃত কেবল পুরুষদেরই ভাষা
গলা টিপে মেরেছে কন্যাসন্তান
তারা ভুলে গেছে
নারী ছাড়া পুরুষের জন্ম কি সম্ভব ?
ষড়যন্ত্রে লিপ্ত থাকা যাজকরা
কি তাদের নিয়মাবলির ভিত্তি ?
ধর্মের ক্লোরোফর্মে ঘুমন্ত মানুষ !!
ভ্যাটিকান সিটি থেকে মণিকর্ণিকার ঘাট
সেখানে একদিন জন্ম নেবে নারীবাদ
জনমেজয়ের সর্পসত্রের মতো যজ্ঞ হবে এক
নানা জাত-বর্ণের সমস্ত যাজকশ্রেণী
নির্মূল হবে , হবে আগুনে পুড়ে খাক্ !!



ট্রান্সজেন্ডার

কলোনীর মাঠ থেকে খুনখারাপ মফস্সল
মেট্রোসিটি থেকে শপিংমল
চোখের বালির মতো ঢুকে পড়েছে লিঙ্গবিপন্নতা
পুরুষটি বাঁধা পড়েছে নারীর শরীরে
নারী বাঁধা পড়া পুরষ-শরীর ৷৷
নিজ জন্মের প্রতি ঝরে পড়ে ঘৃণা
ভীত হওয়া হুইস্কির গ্লাসে
হরমোনের অন্ধকার থেকে
বেরিয়ে আসে অগ্ণিরঙা থুতু
বেরিয়ে আসে বাঁধনের অস্হির বিষণ্ণতা
সূর্যছাদ ফুঁড়ে জলে ঝড়ে জন্মে চলেছে
নারী জন্ম চাওয়া পুরুষ
পুরুষ জন্ম চাওয়া নারী ৷৷


কলকাতা ।




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. জনমেজয়ের সর্পসত্রের মতো যজ্ঞ হবে এক
    নানা জাত-বর্ণের সমস্ত যাজকশ্রেণী
    নির্মূল হবে , হবে আগুনে পুড়ে খাক্ !!



    গর্জে ওঠা আহবান । অনবদ্য কবি ।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন