এ বি এম সোহেল রশিদ







ক্ষমা করে দাও

ত্রিশ লক্ষ শহীদ তিন লক্ষ ধর্ষিতা
এখনও মুষ্টিবদ্ধ হাত! ভূলুণ্ঠিত অধিকার
এ নয় দীনতা ! এ আমার ব্যর্থতা!
ভোট আর ভাতের দাবীতে
রাজপথ এখন রক্তাক্ত প্রচ্ছদ
বুটের নীচে গণতন্ত্র! কি চমৎকার!
এরই নাম কি স্বাধীনতা? জানতে চাই আজ
শাসক বদলায় রয়ে যায় ভয়ংকর দৃশ্যপট
শোষকের পাগলা ঘোড়ার দখলে রাজপথ!
বুলেটের লালে সজ্জিত দেয়ালে দেয়ালে ধর্মঘট
এ আমার রক্ত শপথের বরখেলাপ!
ঢেউয়ের পর ঢেউ চলছে দুর্নীতির সুনামি
নামী দামী সবাই ময়ূরপুচ্ছধারী কাণ্ডারি!
কেউ কাউকে মানে না সমানে সমান
লাল সবুজের পতাকা এখনও কি বড্ড একা!
ক্ষমতাই জ্ঞান ক্ষমতাই ধ্যান
ক্ষমতার কাছে নিঃশর্ত আত্মাহুতি
আত্মশুদ্ধি বিবেকের চুলায় পুড়ে নিঃশেষ।
কপালে যাদের ব্যর্থতার রাজটিকা!
তাদের কাছে আমরা আম জনতা!
কফিনে বন্দী অধিকারের অমোঘ বাণী
লোভহীন জীবন! এখন গণতন্ত্রের বর্জ্য
আগামী প্রজন্ম আমাকে ক্ষমা করে দাও।




যদি আবার জাগে কোটি প্রাণ
 -শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাবনতচিত্তে -

আমি ভীত সন্ত্রস্ত, সূর্য সন্তানদের কাছে অনুতপ্ত
স্মৃতি সৌধে যাওয়ার সাহস রাখি না এখন আর
যাদের রক্তের উপর দাড়িয়ে আছে স্মৃতিস্তম্ভ
তাদের কোন প্রশ্নের উত্তর জানা নেই আমার।
বলতে পার আর কত রক্তের বিনিময়ে
বন্ধ হবে বলিদান!থেমে যাবে রক্তের হোলি খেলা
বলতে পার প্রতিদিন কেন কুসুমাস্তীর্ণ হয় সূর্য
পশ্চিমাকাশে শহীদের অতৃপ্ত আত্মা কেন ছড়ায় আগুন
বলতে পার সবুজের বুকে বইবে আর কতকাল
দেশপ্রেমিকদের রক্ত নদী? উত্তর জানা নেই আমার।

একাত্তরে বলেছিলে এই জনপদ হয়ে গেলে মেধাশূন্য
থেমে যাবে মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
নৃশংসতায় কেড়ে নিলে সূর্য সন্তানদের সুরভিত প্রাণ
রয়ে যাবে পাকিস্তান! ওরাই এখন দেশপ্রেমিক শয়তান।
তাই এখন আর পুষ্পার্ঘ নিয়ে স্মৃতি সৌধে যাই না
কালো কাপড় বুকে ধারণ না করে তা দিয়ে মুখ ঢাকি
দেশ গড়ার রক্তশপথ ভাঙ্গার অভিযোগে অভিযুক্ত আমি
মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করে শুধুই করেছি চিৎকার
রাষ্ট্র ক্ষমতায় যাবার মহাউৎসব! কে কার বোঝা দুষ্কর!
যদি আবার জাগে কোটি প্রাণ, পূর্ণ হয় রক্ত শপথ
শোকের মিছিল নিয়ে নয় প্রাপ্তির মিছিল নিয়ে আসব
তোমাদের রক্ত ঢেকে দিব কোটি মানুষের শ্রদ্ধার ফুলে
চিৎকার করে বলব এ নাও তোমার বাংলাদেশ
একাত্তরে যেমনটি তুমি চেয়ে ছিলে ।



ঢাকা ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ভোট আর ভাতের দাবীতে
    রাজপথ এখন রক্তাক্ত প্রচ্ছদ
    বুটের নীচে গণতন্ত্র! কি চমৎকার!
    ------------------------
    দুর্দান্ত দুটি লেখা । শেষ লেখার শেষ ৩ টি লাইন আরও মারাত্মক অর্থ বহন করে । এমন ভাবেই লিখুন - মূল ভাবনা গুলি ছড়িয়ে পড়ুক বাংলার সমগ্র দিগন্তে --

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন