
খুঁজে ফিরি এখনো সেই স্মৃতিটাকে ।
খুঁজি আমি ---------- কোথায় আজ সেই মেঠু পথ
------------শুধু দেখি চারদিকে রাজ পথ আর পাকা পথ।
খুঁজি আমি ---------- খড়ের চালের আর পাট শোলার কুড়ে ঘর
------------শুধু দেখি আশে পাশে দালান আর টিনের ঘর।
খুঁজি আমি ---------- পালকি, হারালো কোথায়
------------শুধু দেখি গাড়ি আর গাড়ি চলছে সেথায় ।
খুঁজি আমি ---------- একতারাটা, সেই টুং টাং সুর
------------দেখি আধুনিক যন্ত্রগুলো তাদের করেছে দূর।
খুঁজি আমি ---------- লাংগল , জোয়াল , গরুর পাল
------------দেখি ট্রাক্টরে মাঠে করছে চাষ , এই হলো হাল।
খুঁজি আমি ---------- কোকিল শুনাবে গান , পাখিদের কলোতান
------------শুধু শুনি মোবাইল ফোনে বেজে উঠছে কত কত গান।
একে একে হারাচ্ছে সব কে দেখে রাখে
খুঁজে ফিরি এখনো সেই স্মৃতিটাকে ।
ইতিহাস বলি বারবার
ফেব্রুয়ারীর একুশ এলেই
নগ্ন পায়ের মাজারে যাওয়া
আর শহীদ মিনারে ফুল দেওয়া ।
মার্চের ছাব্বিশ এলেই
সাভার যাওয়া দলে দলে
এ দিনটা চলে গেলে স্বাধীনতা যায় ভুলে।
ডিসেম্বর ষোল এলেই
বিজয় বিজয় তাদের মুখে
দরিদ্রের হাহাকার তারা তো আর নাই সুখে ।
নতুন প্রজন্ম বড়-ই অসহায়
জানেনা তো এর ইতিহাস
আমরা তাদের কি শিখাচ্ছি
করে যাচ্ছি সর্বনাশ ।
এখনোতো সময় আছে
ইতিহাসটা জানাবার
চলো তাদের সবাই মিলে
ইতিহাস বলি বারবার ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন