
চাই মানুষ তন্ত্র
বল এভাবে আর কত
পশ্চাতে পরে থাকবে
সম অধিকারের কথা বলে
নিজেকে দুর্বল ভাববে ।
এগিয়ে এসো এক কাতারে
নারী নয় মানুষ ভাবো
সবাই আমরা সমকক্ষ
এ কথাটি আগে মানো।
ঝেড়ে ফেলো অতীতের নিয়ম
আমিও পারি এটাই মূল মন্ত্র
অধিকারের নামে নিওন অনুগ্রহ
পুরুষতন্ত্র নয় চাই মানুষ তন্ত্র।
বাঁধ ভেঙ্গে দাও
মূক আর বধির হয়ে আছি
এক নাগাড়ে সাড়ে তিন যুগ
স্বাধীনতার নামে হচ্ছে যাচ্ছে তাই
তাইতো এ জনপদে এত দুর্ভোগ।
সবুজ শ্যামল এই দেশটায়
সব কিছুতেই ফরমালিন
গজিয়ে উঠা নেতারা হাইব্রিড
হবে কি পরিশোধ রক্তের ঋণ।
বাঁধ ভেঙ্গে দাও বাঁধ ভেঙ্গে দাও
জনতার ঢলে ভাসিয়ে দাও অন্যায়
হেসে উঠুক ত্রিশ লক্ষ শহীদের রক্ত
আমাদের লাল সবুজের পতাকায়।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন