রেজা রহমান







প্রেম

অনেক জেগেছি আমি জাগরণঘুম থেকে
ঘুমজাগরণ থেকে প্রেম
এই আমিও একদা তো স্বপ্নঘুম ঘুমিয়েছিলেম।
একটু ভালো করে তুমি শোনো
তুমিই বলেছো আগে আমি শুনে গেছি
একটু অমনোযোগী হইনি কখনো।
রাতটা ঘুমিয়ে জেগে উঠেছি প্রভাতে
ছুটেছি দিগন্তরে যখন যেখানে খুশি নিয়ে গেছ সাথে।
কালে কালে—
এই আমাকে তুমি কতকিছুনা শেখালে !
শেখালে তুমিই ধর্ম তুমি কর্ম তুমি একা সব
তুমি যুদ্ধ শান্তি সন্ধি উপাসনা স্তব
দহনদীপিকা শুদ্ধতম অগ্নি আনন্দলোক
আমার ঈশ্বর তুমি তথাস্তু বলেছিলে
বলেছিলে তবে তাই হোক।
একেকটা কথা তুমি বলে গেছ পাঠ
কি ঝড় তুলেছে এই বুকের ভেতরে আর
পরাপাখিটার পাখসাট
আমাকে করেছে কত ক্ষতবিক্ষত অহর্নিশ
ফটিক জলের মত পান করে যাইনি কি বিষ !
তুমি দুঃখ দেখেছো কি আমার মতন ভালোবেসে ?
তুমি কি দেখেছো কত মন্দাকিনী ভাটি ছেড়ে
উজান বৈদেশে গেছে অশ্রুশোণিতজলে ভেসে ?
চমকে উঠেছি আমি কারো চোখ দেখে
চমকে দিয়েছে চিঠি যদি প্রেম লেখে
চমকে উঠেছি কারো কিছু কথা শুনে
চমক ছিলেই অপরূপা রূপেগুণে
কেউ চমকে দেইই দেয় শুধু কন্ঠস্বরে
কারো বা চমক থাকে গানের ভেতরে
কাউকে বা দেখে ভাবি ফিরে দেখা বুঝি
সে কি তুমি যাকে আজও নিরন্তর খুঁজি !
জেগেই ঘুমোই যদি ঘুমিয়েও জাগি
ঘুম ভেঙে দেয় খুব স্বপ্ন বিবাগী
স্বপ্ন নিজেই ভাঙে কাঁচের মতন
স্বপ্নই ঘুম ভাঙে যখন তখন
ঘুমভাঙা স্বপ্নও পেয়ে যায় পার
কত যে সইবো আর স্বপ্নের মার !
স্বপ্নের ভেতরেও স্বপ্নই দেখি
স্বৈরিণী স্বপ্ন থেকে মুক্তি মেলে কি !
আমি স্বপ্ন দেখি ঠিক স্বপ্ন কি দেখে এ-আমাকে?
পঞ্জরপিঞ্জরে স্বপ্ন আমাকেই জিম্মি করে রাখে ।
এ-আমি সইবোনা মানতে চাইনে
যা-কিছুই লেখা থাক স্বপ্ন-আইনে।
এ-সবই তো জেগে ওঠা বড়ো কিংবা ছোটো
ডাকতেও কত শুনি জাগো—জেগে ওঠো ।
অনেক দেখেছি আমি জেগেওঠাউঠি
জেগে ওঠা নিয়ে আমি কম কি করেছি ছুটোছুটি !
একদিকে কার্ল মার্ক্স এবং লেনিন
অন্যদিকে অরবিন্দ রুমি রোঁলা রবীন্দ্রনাথের কাছে গেছি
এ-তুমি সে-তুমি গুরু তোমাদের কাছে নতজানু
কতনা বলেছি আমি এসেছি এসেছি।
দুহাত উপুড় করে তোমাদের দেয়া জেগে থাকা জেগে ওঠা
আজ পোড়া দুচোখ না ধরে
বুকটাই ভেঙে যায় বুকের পাঁজর উপচে পড়ে ।
আমি শুধু ঘুম চাই—ঘুম
এ-শুধুই চাওয়া নয় আমার হুকুম
আমাকে আমার মত থাকতে দে প্রেম
নইলে পাবিনে পার শপথ নিলেম।
আর একবারও প্রেম তুই যদি ভেঙে দিস ঘুম
পরাপাখিটাকে আজ এই আমার রইলো হুকুম—
সমস্ত কুকীর্তি তোর করে দেবে ফাঁস
ও-ই তোকে শাস্তি দেবে ওরই হাতে তোর সর্বনাশ ।


ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন