
ভালো থেকো অপেক্ষায় থেকো
তুমি (অথবা তোমারই মতো অনেকে) অপেক্ষা করছিলে
হেলে পড়া বট গাছের নিচে। দিনের শেষ বাসে সওয়ারী হয়ে
শহর কেন্দ্রিক জীবনে নিজেকে মেলে ধরার প্রবল অনিচ্ছার
স্রোতে স্নায়ুগুলো অবশেষে বিবশ!!!
বাস আসার আগেই তুমুল বৃষ্টি তে ভিজতে ভিজতে
জুড়িয়ে গেলো তোমার শরীর। তবুও কালবৈশাখী খেলা করে
পুড়ে যাওয়া হৃদপিণ্ডের আঙিনায়!!
অভিমানে ফেটে পড়া চোখে জোড়াতালি দেওয়া সংসারের
সারাৎসার।
ফেলে আসা দৃশ্যগুলো তে পাকা ধানের গন্ধ মম করে ,
ছুটে চলা গ্রাম্য কিশোর বেলা ধীর পায়ে হারিয়ে যায়
পৃথিবীর কেন্দ্রস্থলে।
আহা! গভীর মমতায় মায়ের আঁচলের মিষ্টি গন্ধ
ক্ষতবিক্ষত মনের ঘরে দু দন্ড ছড়িয়ে দেয় শান্তি!
খর দৃষ্টি তে মেঘ মল্লারে নিরব আয়োজন।
তোমার সামনে এক শতকের খিদে দাঁড়িয়ে আছে দুহাত পেতে,
উড়ন্ত চাকায় পিষে যায় ওরা। তুমি চোখ মুছে বাসে উঠতেই
পেছনে পড়ে রইলো নিস্তব্ধ কালবেলা আর মুখে রক্ত
ওঠা খিদে।
পরম অনিশ্চয়তার চাদরে দুই পক্ষের
অপেক্ষা ঘুমিয়ে থাকে বিবর্ণ ক্লান্তিতে।।।।।
কলকাতা ।
সুন্দর ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন