
অপেক্ষা
এই নিঝুম দুপুর
মৌন মুখর।
মন এখন খোঁজে
স্মৃতির খাতা।
জীবনের যত
হলুদ পাতা।
কিছু সুখ কিছু ব্যথা
একবুক মদিরতা।
কানে চুপিসারে বাজে
কত ফিসফিসে কথা।
জীবন আজ গনগনে
আগুন নিয়ে পথের মাঝে।
পিছনে তাকালে
অনেক কিছুই যে মেলে।
পিছনে তাকালে ব্যঙ্গ করে
আজকের যত না পাওয়া।
তাই তাকাবো না পিছে
কষ্ট আর চাই না মিছে।
একবুক ভালবাসা
বড় দরকার যে।
আসবে কি তুমি
ভালবাসা দিতে।
দাঁড়িয়ে আছি
পথের পাশে।
তোমার আসার
মিষ্টি অপেক্ষা নিয়ে হাতে।
ইচ্ছে
সত্যি বড় জানতে ইচ্ছে করে।
এখনও কি থাক বসে
খোলা জানালাটির পাশে
কারও ফেরার অপেক্ষাতে।
সে তো কবেই গেছে
জীবন স্রোতে ভেসে।
তবু তুমি কিসের অপেক্ষাতে
চেয়ে থাক অনাগত আশে।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন