
' শীতের হাওয়ায় লাগল নাচন , লাগল নাচন আমলকীর
ঐ ডালে ডালে '
বাংলা বত্সরের হ্রস্বতম দিনে স্বল্প সূর্যালোক , তাপ নূন্যতম আর কুয়াশায় আচ্ছন্ন আভার চাঁদ দুরাশারে পশায় কফিনে , আশা মিশায়ে হতাশায় , শীতেই আশা তাই দাঁড়ায় আবার । শীত শেষে গাছ নতুন হয়ে শিকড় থেকে উর্ধ্বে বায় তরুন প্রানরস । ফুটে ওঠে চিকন সবুজ পাতায় পাতায় উদ্ধত অজস্র ফুল ।
অতিক্রম দীর্ঘ পথ । বাংলা ভাষা ও সাহিত্য চর্চার উদ্দেশ্যে যুগে যুগে প্রজ্জ্বলিত সাহিত্য শিখার আগুন মশালে ধারন করে ষোল তম সঙ্কলনে আজ উপস্হিত ‘’শব্দের মিছিল ‘’।
ইন্টারনেট ও স্যোশাল নেটওয়ার্ক যেমন সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বকে , বাংলা সাহিত্যও সেই সুর ও তালে ছন্দ মিলিয়ে অর্ন্তজাল নির্ভর বিভিন্ন ব্লগ , পেইজ ও সামাজিক বন্ধনে বিশ্বাসী ফেইসবুক এ ছড়িয়ে পড়ছে । সামাজিক এই প্রয়াসে এমনই একটি গড়ে ওঠা সাহিত্য নির্ভর ফেসবুক গ্রুপ '' আত্মার সান্নিধ্যে যারা '' , মুলত এখান থেকেই সৃষ্টি নানাবিধ শব্দের মেল বন্ধনে '' শব্দের মিছিল '' , এবং '' মুক্ত অনু কবিতা পেজ''।
শব্দের মিছিল জন্মলগ্ন থেকেই উদীয়মান লেখক / লেখিকাদের অনুপ্রেরনা যুগিয়ে আসছে , যা বিস্তৃত ছোট গল্প , ছড়া , প্রবন্ধ , প্রতিবেদন , কবিতার সম্ভার আর পাঠকদের জন্য খোলা চিঠি বিভাগে । পাশাপাশি উদীয়মান লেখক লেখিকাদের সক্রিয়তায় ভিন্ন মাত্রা বহন করে বিশেষ দিবসের বা উল্লেখিত দিনের তাৎপর্যতায় ‘’ বিশেষ পাতা ‘’ ।
সময় থেমে থাকে না। সময় - নদী গোপনে বয়ে যায় , সাহিত্যও সময়ের সাথে সাথে এগিয়ে চলে । এভাবেই সাহিত্যের বিকাশ ও রূপান্তর হয় । বাংলা সাহিত্যের প্রথম বইটি হাতে নিলে চমকে উঠতে হয় কারন এটা বাংলা ভাষায় লেখা সহজে বিশ্বাস হয় না , কেননা হাজার বছর আগে আমাদের ভাষাটিও অন্য রকম ছিল , তা পরিবর্তনে আজকের রূপ ধারন করে চলছে । আজ যে-সব বিষয়ে সাহিত্য রচিত হয় , তখন সে-সব বিষয়ে কোন কবি লিখতেন না । সময় এগিয়ে যাচ্ছে সাহিত্যের জগতে এসেছে নতুন নতুন ঋতু । বাংলা সাহিত্যের বিরাট অংশ জুড়ে রয়েছে কবিতা ।
ষড়ঋতুর বিচিত্র প্রকৃতির এদেশে কবিতায় এসেছে নানা বর্নের রূপ রসের স্পর্শ আর এই স্পর্শের হাত ধরেই সেই চর্যাপদ থেকে আজোবধি চলছে । কাব্য চর্চা হয়েছে চর্যাপদের আগেও কিন্তু তত্কালীন ভাষা পাই না সেই কাব্যে । হাজার বছরের বাংলা সাহিত্যকে ভাগ করা হয় ৩ টি যুগে –
ক। প্রাচীন যুগ : ৯৫০ থেকে ১২০০ পর্যন্ত
খ। মধ্য যুগ : ১৩৫০ থেকে ১৮০০ পর্যন্ত
গ। আধুনিক যুগ : ১৮০০ থেকে আজ ও বহুদিন পর্যন্ত
বিষয় বস্তু ও রচনা রীতিতে এই তিন যুগের সাহিত্য তিন রকম । প্রাচীন যুগে পাওয়া যায় একটি মাত্র বই যার নাম চর্যাপদ যা দুবোর্ধ্য ও দুরূহ । এরপরের দেড়শো বছরে বাংলা ভাষায় আর কিছুই রচিত হয়নি । ফসল শূন্য এ সময়কে (১২০০ - ১৩৫০) বলা হয় অন্ধকার যুগ ।
পূনরায় প্রদীপ জ্বেলে আসে সুদীর্ঘ মধ্যযুগ । এখানে শুধু সাহিত্য নয় দেবতা , দৈত্য , মানুষ ও অতিমানুষ , গৃহ , সিংহাসন কাহিনী স্হান পায় ,মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী । এ যুগ অবসানে আসে অদ্যবধি চলা আধুনিক যুগ । প্রাচীন ও মধ্যযুগে গদ্য বলতে বিশেষ কিছু ছিল না । ফোর্ট উইলিয়াম কলেজের লেখকরা সুপরিকল্পিতভাবে বিকাশ ঘটান বাংলা গদ্যের । উনিশ শতকের প্রথম অর্ধেক কেটেছে সদ্য জন্ম নেয়া গদ্যের লালনে পালনে ।
হাজার বছরের শুরু হওয়া বাংলা সাহিত্যের এ প্রান্তে আমরা তবে শেষ প্রান্তে নয় , আগামী শতকে দেখা দেবে নতুন চেতনা । বহু রঙের আলোর বিচ্ছুরন ঘটবে একুশ শতকের প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় দশক । চিরকাল জ্বলবে বাংলা সাহিত্যের মঙ্গল প্রদীপ । সীমাবদ্ধতায় সবটুকু তথ্য উপস্হাপনে ব্যর্থ হলেও সামান্য যা জেনেছি এখন মূল কান্ডারী তরুন প্রজন্ম। যাদের কাছে বাংলা সাহিত্যের চাবিকাঠী । তাদের মেধাশীল লেখা , মনন , বুদ্ধি ও সক্রিয় চিন্তা সমৃদ্ধ সাহিত্যে পূর্ণ হোক আমাদের সংস্কৃতির জলাশয় ।
পূর্বের ন্যায় বর্তমান সংখ্যায় বিভিন্ন বিভাগীয় বিষয়ে লেখা দিয়ে শব্দের মিছিল কে যারা প্রাণবন্ত করেছেন , গতিশীল করেছেন সেই সব লেখক / লেখিকাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা । উদীয়মান লেখক / লেখিকাদের সৃষ্টি সাহিত্যকে সমগ্র বিশ্বে উপস্হাপনে শব্দের মিছিলের অনন্য প্রয়াসকে জানাই সাধুবাদ । তাদের আন্তরিকতা ও প্রীতি ভালোবাসায় মুগ্ধ পাঠক সমাজ ।
বেঁচে থাক বাংলা সাহিত্য , বেঁচে থাক সংস্কৃতি চর্চা ।
জিনাত জাহান খান
বরিশাল / বাংলাদেশ
শব্দের মিছিলের ১৬ তম সংখ্যায় স্বাগত আপনাকে কবি ----- আপনার এই উৎসাহ প্রদান এবং সার্বিক ভাবে পাশে থাকায় শব্দের মছিলের পথ হবে আরো সুদূরপ্রসারী --- বিনম্র শ্রদ্ধা রইলো .........।।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন