
ইচ্ছে-খুশী
ঘরবাতিতে উদ্ভাসিত তোমার প্রিয় মুখ,
সাঁঝবেলাতে মেঘের ভাঁজে উড়িয়ে দিলাম দুখ।
মনের যত ইতি উতি ইচ্ছে মেলুক ডানা,
আজকে তাদের হারিয়ে যেতে নেই কো কোথাও মানা।
অনাবিল এক ভ্রান্তির পথে আবেগের সাথে চলা,
ভালো-লাগানিয়া কথাগুলোকেই বারবার করে বলা।
সকাল থেকেই তোমার প্রেমে বিভোর সারা সময়।
ইচ্ছে হল আজকে থেকে ভুলেই যাবো তোমায়।
কলকাতা ।
সুন্দর লাগলো -
উত্তরমুছুনসুন্দর ।
উত্তরমুছুন@নামহীন
উত্তরমুছুনধন্যবাদ ।
সুচিন্তিত মতামত দিন