
যেন, আজ থেকে তুই পূর্ণ নারী
মেঘে লুকোনো গাছের সারি
সবুজ সন্ধ্যের ফতোয়া জারি
আগুন পলাশ
ফাগ উচ্ছ্বাস
স্তব্ধ নর, ঘুমোয় নারী।
আশ গোপন
বৃন্তচ্যুত কুসুম
আকাশার্ণবি।
এলো ঝড়ের মেলো ডানা
সব হারাবো সুখের বাহানা
করেছি প্রলয় জ্ঞাপন
সয়েছি অবুঝ মাতন।
তোর আমার অপাপ কামনা।
কলকাতা।
খুব সুন্দর,
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন