অংকন নন্দী








দ্বিতীয় জীবন


আমি দ্বিতীয় কোন জন্ম চাইনা মানব চৌকাঠে,
হিমাচল থেকে প্রাচ্য-
কিংবা কলম্বাস নগরী থেকে লঙ্কার অন্তঃপুর,
মরুপ্রদেশ থেকে আটলান্টিকের শীতল পাঁজরেও না;
কোথাও আমি চাই না গড়ে নিতে-
আরেকটি অভিশপ্ত কৃষকায় সূচীপত্র।
অধ্যায়ে অধ্যায়ে লাঞ্ছনার দাবাগ্নি চাই না আর-
চাই না আর প্রতিপৃষ্ঠায় বিবেকের ব্যবচ্ছেদ,
কাটাছেঁড়া স্কালপেল আঁচড়ে- হৃদয়ের ময়নাতদন্ত,
কিংবা পশুত্বের হাতে মানবতার শ্বাসরোধ;
আমি চাইনা কোন শৈশব কাটুক বাংকারে বাংকারে,
মর্টারে ঝলসাক কোন চারবৎসরের মানবশাবক;
চাইনা বিদ্যার্জন করতে যাওয়া প্রাণ করুক মৃত্যুর্জন,
কোন পিতার কাঁধে ঝলসানো সন্তান হতেও চাইনা আমি;
কিংবা, হতে হিরোশিমা নাগাসাকির জ্বলন্ত মানব মশাল!
ফিলিস্তিনের কোনো বিজন পথে ভারি বুটে পিষ্ট-
কোন থেঁতলে যাওয়া নরপিন্ড,
কিংবা বুলেটের ছিঁটেবৃষ্টিতে-
বুকের মাঝে একগাদা নির্বিবাদী পুরুষ্টু গর্ত!
তাই, মানবতার আড়ালে আবডালে-
এইসব ধোঁয়াটে কুকুর জীবনের চেয়ে- এই ভাল,
আমি আজ ঘৃণায় প্রত্যাখ্যান করলাম…
দ্বিতীয় জীবন ।।
আমি দ্বিতীয় কোন জন্ম চাইনা মানব চৌকাঠে,
বিশ্বমানচিত্র যাক জাহান্নামে!
আমি চিনি শুধু-
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একমুঠো মাটির প্রান্তর,
টেকনাফ সীমান্ত রেখা ছুঁয়ে ছুঁয়ে-
চট্টলার উঁচু-নিচু বুক ভাওয়াল-ময়নামতি পেরিয়ে,
কিংবা সুন্দরবন চিরে বহতা নদীর ধারা, আর-
পদ্মার ঢেউয়ে চেপে প্রত্যন্ত কন্দরে
এক একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র গ্রাম।
চাইনা ফিরতে আমি আরবার- এর কোথাও কোন রন্ধ্রকোণে,
অন্য কোন দ্বিতীয় জন্মে;
চাইনা করতে প্রত্যক্ষ লজ্জার কোন নুতন প্রতিরূপ,
মাংশাসী দোপেয়ের আগুনছায়া!
সশঙ্ক চিৎকারে আমি চাই-
অসহায় গণতন্ত্র ঝান্ডা জ্বলুক জনরোষে,
খুবলে খাক রুষ্ট শকুন তুষ্টচিত্তে শোষক কলজে;
কোনো হায়েনার লোমশ থাবা না পাক-
কোন পূর্ণিমা-সাবিত্রীর রক্তস্বাদ,
শ্বদন্তের ফাঁক-ফোঁকরে আটকে না থাক
মহিমা কিংবা সাধনার নধর মাংসকণা, কিংবা প্রাণের উচ্ছিষ্ট!
কোন মা উচ্চারণ না করুক বুক চাপড়িয়ে-
বাবা, তোমরা এক এক করে এসো…
আমার মেয়েটা ছোট!
আমি দ্বিতীয় কোন জন্ম চাইনা মানব চৌকাঠে,
মায়ের মমতাশ্রু ভেজা বুক, কিংবা বাবার আদরকোলে;
বোনের আবদার-ডোরে বাঁধা কোন জন্ম কাম্য নয় আর,
চাইনা পাঁজর অন্তঃপুরে কোন আবেগী মানবহৃদয়।
যেন ধর্মের নাম জপে ফাটানো শ্র্যাপনেলে-
কোন বাচ্চার উড়ে যাওয়া কোমল পায়ে- আমার অশ্রু না মেশে;
স্বীয় রক্তে নাক ডুবিয়ে রাজপথে ধুঁকে যেন প্রাণ না যায়,
কিংবা মিছিল-তান্ডবে হাড়ের গোড়ায় গোড়ায়, হায়েনা প্রহারে-
নির্বিবাদ আর্তনাদে যেন না ঘটে জীবনাবসান!
কিংবা মৌলবাদের নিশীথ আগুনে।
চাইনা পলায়নপর মৃত্যুভয় কুকুর জীবন,
প্রতিদিন প্রতিরাত ঘষটে ঘষটে জীবনের আলিঙ্গনে বাঁধা মরণভয়;
আমি চাই হোক- মরণ আমার; নিশ্চয়ই হোক!
তবে, মরব আমি আমার মত করে,
প্রয়োজনবোধে সেই আদিম প্রস্তর সভ্যতাবুকে-
হিংস্র শ্বাপদের ক্ষুধার্ত থাবায় জর্জর,
কিংবা, নিষ্প্রাণ হব সাইক্লোন ঘূর্ণিঝড় বুকে নিয়ে;
ভূ-কম্পে ধূলায় মিশে যেতেও প্রস্তুত আমি!
দেবে, আমায় একটা আমার মত মৃত্যু ?
দেবে, ঈর্ষা-ক্রোধ-দম্ভশূন্য একটা নিশ্চুপ নির্ভয় মৃত্যু ??
যদি না পারো নিশ্চিত করতে-
একটা স্বাভাবিক মৃত্যু বলিরেখা আমার ললাটে;
তবে জেনে রেখো-
আমি আজ ঘৃণায় প্রত্যাখ্যান করলাম…
দ্বিতীয় জীবন!
দ্বিতীয় কোন জন্ম চাইনা আমি মানব চৌকাঠে ।।

চট্টগ্রাম ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.