
শ্রেয়ষী এসে বলে যাও
রেডওয়াইন, হোয়াইট ওয়াইন
ভদকা, রাম, ব্রান্ডি থরে থরে
নেশা আমার ভদকা এন্ড রেড ওয়াইন
সাথে অকাতর ভালবাসা মেশাও তুমি
অমৃত ককটেল বিভোর দুজন ।
এখনো সেই পাব জৌলস বার
অর্ডারে আমি প্রিয় ককটেল
মেশায় কি ভালবাসা ডেট নতুন
শ্রেয়ষী এসে বলে যাও বিস্বাদ কেন জিভ।
পরিপাটি বিছানা অপেক্ষা শুধু
জেগে ওঠে তোমার পরশ
ঘুমে নির্ঘুমে আমরা দুজন
বসন্ত বাতাস খায় দোল
এখনো সেই বিছানা অপেক্ষা শুধু
জাগায় কি ডেট নতুন
বৈশাখ খরা ধু ধু
বিছানায় রাতজাগা আমি ছটফট
শ্রেয়ষী এসে বলে যাও নির্ঘুম কেন চোখ।
রাত নির্জন 'নিষিদ্ধ' নেশা
ঝলকে ঝরাও চমক জ্যোছনা
স্পর্শে স্পর্শে নব কলতান
শীর্ষসুখে আমি তুমি ।
এখনো রাত সেই নির্জন 'নিষিদ্ধ নেশা
ঝরায় কি জ্যোছনা ডেট নতুন
স্পর্শ যে বড়ই ক্লিশে
বিরস সময় একঘেয়ে জীবন
শ্রেয়ষী এসে বলে যাও কটা কেন সহবাস ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন