পৃথিবীয় নস্টালজিয়া
অন্ধকারে পরে আছি
যেন পরে আছি ...
মনে তো পরে না তেমন কিছুই
অনন্ত সময় বহতায় !
নাকি থেমে গ্যাছে সময় স্রোত ?
তবু আবছা আবছা অশরীরী চৈতন্যে
মনে পরে যায়
মনে পরে যায় ..,
ছিলাম একদিন
ছিলাম একদিন সবুজ পৃথিবীর
আত্নম্ভর কোনো জীব |
মনে পরে সেই পৃথিবী বেলায় ;
হেঁটেছিলাম জনারন্যে ...
হেঁটেছিলাম কেওড়া বন বিথীকায়
গাছ গাছালীর ভীড়ে
হেঁটেছিলাম ঝাউবনে ভুলে যাওয়া নদীর বালুকাবেলায় |
রাতের আধারে ..,
রাতের আধারে থেকেছিলাম চেয়ে
চেয়েছিলাম আকাশ গঙ্গায় ,
অন্ধকার আকাশকে আলো করে
জ্বলে উঠে মিলিয়ে গিয়েছিল তারা
সেই অন্ধকারের গহ্বরে মিশে যাওয়া তারায়
মিলিয়ে নিয়েছিলাম নশ্বর জীবনের মানে |
একদিন ঘর ছেড়েছিলাম
সেই ছন্নছাড়া জীবনে কোন কাল ছিল না
অতীত , বর্তমান আর ভবিষ্যত সব কাল এক করে
পেয়েছিলাম যে সমীকরণ ;
সেই সে সমীকরণে পেয়েছিলাম পরম 'শুন্য'
তাই শুন্য জগতে ভেসে যেতে লাগলাম
সেদিন কোনো দুঃখ ছিলনা কষ্ট ছিলনা
ছিলনা সুখ মন্থন
বিবর্ণ সময় সাগর যেন স্থীর
আর সেই পরম সময় সাগরে যেন আমি নির্জীব
আমি যেন স্থীর খর-কুটো
যেন আমার উৎস নেই, গন্তব্য নেই
যেন আমি শুন্য আর অসীমের মাঝে দোদুল্যমান |
আমার সৃষ্টি নেই বিনাশ নেই
কিংবা বিশ্ব বিশ্বব্রহ্মান্ডের ধংস বিনাশে যেন অন্তহীন আমার অবয়ব ...
আহা... কত্তো কিছুই তো ভেবেছিলাম
মনে পরে সেই পৃথিবী বেলায়
জীবন গিয়েছে জীবনের মতো
তুচ্ছতায় হেলায়-হেলায় |
ঝরা পাতা
একদিন সাধের এই দেহটা
হয়ে যাবে এ গ্রহের ঝরা পাতা |
কালের জঞ্জাল হয়ে যাবে একদিন
মিশে যাবে কবরের জিবাস্বে
কিংবা উড়ে যাবে
শেষ গৌধূলীর ছাই হয়ে
মহাকালের বাতাসে ...
তখন কি আর রবে মনে ?
আলতা রঙের স্যাকারিন বরফের জন্য
কেদেছিল সেই কিশোর স্কুলের বারান্দায় ;
মনে কি রবে সেই অনটনী যৌবনে
প্রত্যাখান করেছিল
তালুকদার বাড়ীর প্রেম পত্র
শুধু নিজের তুচ্ছতায় !!
রবে কি মনে হাত নিস-পিস করা
সেই দুঃসময়ের বৈরী স্রোতে
উল্টো জলে সাতারের ব্যর্থ উপাখ্যান
সেই সে প্রতেলিত শ্রমিকের ...!!!
মনে কি রবে প্রমোদ তরণী চেপে
তন্বী নারীর উরুতে ঠোঁট
আর সূরায় সূরায় মচ্ছবী ধারায়
ভেসে-ভেসে যাওয়া সেইসব বণিকের !!
তবু ঝরা পাতার মতো
জীবনের সব লেনদেন যাবে একদিন চুকে
ফিরে আর হবে না দেখা
এই পৃথিবীর সকাল
শিশির ভেজা মাঠে
ঘাসাল জমিনের বুকে ...!
ঝরা পাতার বেদনায়
জাগে প্রশ্ন , জাগে সংশয়
হে জিপসী সময় ....
তোমার এ পথ কি সরল !
নাকি গিয়েছে মিশে অসীমের পথে ?
নাকি তোমার এ পথ বৃত্তাকার হয়ে
আসবে ফিরে একদিন ফেলে আসা বাঁকে |
জানি সৃষ্টি আর বিনাশে
যাও তুমি ...
যাও তুমি হেসে খেলে
তবুও প্রথাগত বিশ্বাসে
আশার দীপ যাই জ্বেলে ....
সুচিন্তিত মতামত দিন