
অকারন জীবন, জীবনের ব্যাকরন
আজ কিছু প্রিয়নাম
এক প্রিয় হৃদয়ে সঁপে গেলাম,
সে প্রিয়নামে প্রিয় হৃদয়ের সবটুকু যন্ত্রনাতেই আমার প্রাপ্তি লুকিয়ে ।
আর আমার সমস্ত ব্যার্থতারা
পাশ বালিশে মুখ গোঁজে
ক্রমেই নিঃসাড় আঙ্গুল তবুও;
একবার ছুঁতে চায় প্রিয় মুখ
হয়তো কিছুপরেই
যন্ত্রনারাও পথ ধরবে নিজের,
খুঁজে পেতে নতুন শিকার
ঝাঁপিয়ে পড়ে নব উদ্যমে ।
এই ছেড়ে যাওয়া নিথর দেহ
পাশে পড়ে থাকা ততোধিক নিথর হাত
আর ডান পায়ের কড়ে আঙ্গুল
খেয়ে চলে যাবে
তেলাপোকা বা ইঁদুর !
শেষ শ্বাসকষ্টে কুঞ্চিত হয়ে ওঠা
বিভত্সব হা করে থাকা মুখের ওপর
উড়ে বেড়াবে
নীল ডুমো মাছি ভনভন,
এরই নাম অবহেলায় সম্প্রদান জীবন !
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন