
রৌদ্র স্নান!
~~~~~~~~~
বিস্মৃতির পরিত্যক্ত ঝুড়িতে হাজার স্বপ্নের ভিড়ে
অশ্রু ঝরা বিষণ্ণ মেঘের দিনটিকেই করলে নির্বাচন
মনে পড়ে এ দিনেই ভেঙ্গে ছিল সম্পর্কের সেতু
আকাশের মাঝ বরাবর উঠে ছিল মেঘের দেয়াল।
কলাপাতা সবুজ আঁচলে বার্ধক্যকে কতটুকু ঢাকবে
ঝরা দোলন চাঁপার সৌরভে কি করে জোড়াবে গাত্রদাহ?
কপালে পড়ন্ত সূর্যের টিপ পড়ে কাটবে ব্যর্থতার লাজ?
গোলাপ পাপড়ির ধুসর রঙ এখনও কি আকর্ষণ করে?
খোঁপার ভাজে রেখেছ ফাগুনের আগুন
তাতেই পুড়বো বলে ছুটছি অস্তগামী সূর্যের পিছু
বিষণ্ণ পাথর চোখে কি হবে আর স্বপ্ন দেখে।
অপেক্ষার জানালায় উকি দেয় ক্ষয়ে যাওয়া চাঁদ
দু’হাতে খুলে দেই মেঘের বাঁধন! বৃষ্টি হয়ে ঝরে পরে
ফেলে আসা সবুজ অরণ্যের লীলাভূমিতে আশ্রয় খোঁজ
পাঁজরের উষ্ণতায় শান্ত হয় দিকবিদিক শূন্য ঝড়!
সম্বিৎ ফিরে দেখি কুয়াশার চাদরে আবৃত দুজন
আড়মোড়া ভাঙ্গে ঘুমন্ত সূর্য! বাড়ায় তৃষ্ণা
রৌদ্র স্নান! সব ব্যর্থতার হয়ে যায় অবসান।
ঢাকা
♪♫•*¨*•.¸¸
সুচিন্তিত মতামত দিন