
“ অচেনা দিশা ”
~~~~~~~~~~~~~~~
এবার পূজোয় হলুদ শাড়িতে চমকে গেলাম বেশ
প্রিয় চুল কেটে ফেলেছ কসাই
লম্বা দুল দেখলাম ঝলমল
সান গ্লাসে ঢাকা পড়েছে সুন্দর দুই চোখ
কপালে টিপ উঠে গেছে সর্পিল
বিশ্বাস করো- চিনতে পারিনি তোমাকে
এই তুমি- ভীষণ অচেনা এক প্রেম
তবুও হাত ধরে ঘুরে বেড়াই মণ্ডপ থেকে মণ্ডপে
প্রতিশ্রুতি বজায় তোমার সাথে থাকার চেষ্টা একনিষ্ঠ
যদিও মাঝে মাঝেই হারিয়ে গেছি অজান্তে
তোমার চিমটিতে সম্বিত ফেরে হঠাৎ
আসলে নিজের কাছেই হারিয়েছি কিছু মুহূর্ত
প্রিয় ভালোবাসা খুঁজি তোমার খুব কাছে থেকেও
খুঁজি আমার প্রিয় দিশাকেই-
যাকে ভালোবাসি অন্তরে... থাকে হৃদয়ে চিরঅম্লান
অনুরোধ- তুমি যুগের হাওয়ায় পালটে যেও না দিশা !!!
(২৪.১০.২০১২)
উত্তরাখণ্ড
♪♫•*¨*•.¸¸
Khubi valo laglo porna.abar pujor kotha mone pore gelo. .
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বুজু। কবিতার সঙ্গে থেকো এইভাবেই।
মুছুনNischoi thakbo porna.
মুছুনBes valolaglo porna.pujor por pujor kobita pore.
উত্তরমুছুনonek dhnyobad deb, kobitar songe theko.
মুছুনKobitar sathei achi porna...
মুছুনvalo laglo,apnar kobita..
উত্তরমুছুনvalo lekhen...
খুব খুশি হলাম দেবাশিস, কবিতার সঙ্গে থেকো এইভাবেই।
মুছুনPujo pujo pujo r sathe astamir holud sari. o darun laglo porna.likhe jao.
উত্তরমুছুনহুম তোমাদের জন্যই তো লেখা সুপর্না। তোমাদের ভালো লাগা মানেই আমার ভালো লাগা। কবিতার সঙ্গে থেকো বন্ধু।
মুছুনTomar kobita manei,manuser chena kichu kotha.chena valolaga. tai to tomar lekha khub valo lage porna.tomar r kobitar sathe thakboi.valo theke
মুছুনতোমাদের এমন ধারা কথা শুনে উজ্জীবিত হই বার বার, লিখতে চেষ্টা করি তোমাদের মনের কিছু কথা। অনেক ধন্যবাদ বন্ধু; এইভাবেই সঙ্গে থেকো সবসময়।
মুছুনঅত্যন্ত হৃদয়গ্রাহী....:) আমিও দিশাকে কোনদিন ভুলতে পারব না....তোর কবিতায় মাঝে মাঝে দেখা দেবে নিশচই...বড় ভালো লাগলো আমার পর্ণাকে...ভালবাসা সার্থক হোক..:)
উত্তরমুছুনকাকু
খুব খুশি হলাম কাকু, এখানে এসে কবিতা পড়ার জন্য।
মুছুনআমার কবিতায় এত মন্তব্য দেখে সত্যি খুব খুশি হলাম। সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। সবাই খুব ভাল থেকো ও থাকবেন।
উত্তরমুছুনTumio khub valo theko porna.r kobita diye jao amader sundor sundor
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন