
মৌতাতে মায়া বন্ধন
~~~~~~~~~~~~~~~
গড়ানো পাথরে ধরে না শ্যাওলা
ধরি মাছ না ছুঁই পানি
গৃহীসন্নাসীর অনাবিল সুখ গাহন।
পাখি পরিধি জীবন
হইনি কেউকেটা গৃহীসন্নাসী
মৌতাতে মায়া বন্ধন বাঁকে বাঁকে
ছড়ায়ে শেকড় সংসারে এলেবেলে আমি
সুখ-দু:খ মিশেলে কাটে সময়।
সহসাই জীবন উপান্তে জানি আমি
উপড়ানো শেকড় ঝরা ক্ষরিত রক্ত
বিষণ্ন প্লাবনে অনিবার্য ভোকাট্টা ঘুড়ি ।
পাখি পরিধি জীবন খুঁজে তবু সহস্র বন্ধন
মোহ নেই অনাবিল সুখ গাহন।
ঢাকা
♪♫•*¨*•.¸¸
সুচিন্তিত মতামত দিন