
“ তোমার কথা ভেবে ”
নীলাঞ্জন, তুমি আজ নেই আমার কাছে,
তবু তোমার কথা ভেবেই শুরু হয় –
রোজকার মতো সকাল দিন রাত্রি...
তোমার পছন্দের শাড়িগুলো সযত্নে রাখা আলমারিতে,
উৎসবে অনুষ্ঠানে হাত দিই না তোমার পছন্দে,
তোমার কথা ভেবেই সব গুছিয়ে রাখা সযত্নে !
ভেবে রেখেছি, এবার পূজায় আসবে তুমি,
কিনেছি তোমার জন্য ধুতি নক্সা-পাঞ্জাবী নতুন গেঞ্জি,
খুব দেখার শখ– কেমন লাগে তোমাকে এবার;
কিনেছি তোমার পছন্দের বডি-স্প্রে সেন্ট রুমাল,
একপ্যাকেট ৫৫৫ কিনেছি তোমার জন্যই;
জানি, হাসবে তুমি, পাগল বলবে আমাকে,
নীলাঞ্জন, ভালোবাসার জন্য আমি পাগল হতেও রাজী !
তোমার ফেলে যাওয়া প্রতিটি জিনিষ সযত্নে গুছিয়ে রাখা,
ফিরে এসেই যেন পাও হাতের কাছে সব;
হতে পারে তোমার আর দরকার নেই এইসবে,
কিন্তু আমার কাছে খুব দামী এরা, সর্বক্ষণের সাথী...
এইভাবেই তোমার ছোঁয়ায় সতেজ থাকি রোজ;
তোমার ফেলে যাওয়া ঘামে ভেজা গেঞ্জিটাও...
যার গন্ধে স্পর্শে বেশ থাকি তোমার কথা ভেবে;
আজও দুই চোখের স্বপ্নে- তোমার জন্যই অপেক্ষা !!!
“ এগিয়ে চলার অঙ্গীকার ”
মাঝে মাঝে তুমি হারিয়ে যাও চোখের আড়ালে
কেন তা বুঝি না অভিমান
হারিয়ে যায় তোমার চেনা গন্ধটাও
আড় চোখের ভাষা, কপট রাগ, নরম ভালোবাসা
কিংবা খুনশুটি ঝগড়া উধাও নিমেষে
খুব একা... ভীষণ একা হয়ে যাই বিষণ্ণ হাওয়া !
মন ভরে না প্রিয় বৃষ্টি
নীল আকাশ শঙ্খ চিলের ডিগবাজি
শীতের আমেজ... সকালে কফির চুমুক
লেপের নিচে পাশবালিশে হাহাকার শূন্যতা !
চমকে উঠি সুরেলা কণ্ঠে- ‘কি গো কেমন ছিলে আমি ছাড়া’
তোমার চেনা গন্ধে হৃদয়ে রবীন্দ্রসংগীতের গুনগুন
সব পেয়েছির নেশায় পাগল হই নিমেষে
তাল কেটে যায় ভুল বোঝাবুঝির সুর
আবার নতুন ভাবে এগিয়ে চলার অঙ্গীকার
আবার একটা প্রিয় সকালে ভালোবাসার সৌরভ
পরম আবেগে চেপে ধরি নরম হাতের স্পর্শ !!!
দেরাদুন , ভারত ।
Khubi sundor porna. tomar kobitai ki likhbo etai vebe pai na. darun laglo
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ বন্ধু; এইভাবে কবিতার সঙ্গে থেকো।
মুছুনNischoi porna.
মুছুনপর্ণার কবিতার মধ্যে একটি অসাধারন আবেগ কাজ করে, যা আমার কাছে অমূল্য রতন ।
উত্তরমুছুনঅনেক ভালোবাসা কাকু,এখানে এসে কবিতা পড়েছ দেখে খুব ভাল লাগল। কবিতার সঙ্গে থেকো আর সবার কবিতা পড়ো।
মুছুনKhubi sundor laglo porna.hridoy diye lekha biroher r valobasar 2ar kobita pore valo laglo
উত্তরমুছুনপ্রিয় বুজু, অনেক ভালোবাসা নিও আর এইভাবেই কবিতার সঙ্গে থেকো।
মুছুনKhubi sundor porna.. anuvober kobita.sporso kore jai hridor ke..darun
উত্তরমুছুনদেব, অনেক ধন্যবাদ বন্ধু; এখানে এসে আমার কবিতা পড়ার জন্য। সময় পেলে আরও অনেকের কবিতা, গল্প, ছড়া পড়ে দেখ। অনেক কিছু পাবে এখানে। পেজটা ঘুরে দেখ।
মুছুনkhub vaalo laaglo Suparnanjana!!! "আজও দুই চোখের স্বপ্নে- তোমার জন্যই অপেক্ষা" khb vaalo hoyeche!!!
উত্তরমুছুনkhub vaalo laaglo Suparnanjana!!! "আজও দুই চোখের স্বপ্নে- তোমার জন্যই অপেক্ষা" khb vaalo hoyeche!!!
মুছুনখুব খুসি হলাম এখানে এসে কমেন্টস দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ বন্ধু। এইভাবেই কবিতার সাথে থেকো।
মুছুনPage ta dekhlam Porna.....valo laglo, bisheshoto "Egiye cholar Ongikar"....
উত্তরমুছুনPriyanka, তুমি এখানে এসে পেজ দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধু; আর আমার কবিতা ভাল লাগের জন্য অনেক ভালোবাসা। পেজ টা ঘুরে দেখ, অনেক কিছু পড়ার মত পাবে নিজের মনের মত। এইভাবে সঙ্গে থেকো বন্ধু।
মুছুননীলাঞ্জন, তুমি আজ নেই আমার কাছে,
উত্তরমুছুনতবু তোমার কথা ভেবেই শুরু হয় –
রোজকার মতো সকাল দিন রাত্রি...
--------------------------শুরুটাই ভালবাসতে শেখায় । খুব সুন্দর লাগলো ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য @ মল্লিকা সেন। আপনার মন্তব্যে আবার উৎসাহিত বোধ করছি।
মুছুনখুব একা... ভীষণ একা হয়ে যাই বিষণ্ণ হাওয়া !
উত্তরমুছুন-- কবি বন্ধু ভীষণ ভালো লাগলো কবিতা ২ টি । আরও লিখুন , পড়ার সুযোগ করে দিন ।
darun hoe6e didi......srry amar comment dite deri holo....asole ai kaudin computer khola hoe ni.......
উত্তরমুছুনঠিক আছে ভাই, সময় মত পড়িস আর ভালো লাগলে জানাস। ভালো থাকিস খুব।
মুছুনসুচিন্তিত মতামত দিন