
অসমাপ্ত অর্জন
কথা ছিল খুব কিছু অসহনীয়
চেপে রাখা কিছু লাভা
উগরে দেবো আজ,যেমন
ভিসুভিয়াস উদ্গীরন করে দেয়
যাবতীয় তার তাপ, সে দৃশ্যমান তান্ডব ;
দেখেছো তা জানি , ভাবি......
অথবা ভূমিকম্পের নির্লিপ্ততায়
কিছু ভেঙ্গে যাওয়া আর কুঁচকে
ওঠা ভু-ভাগ; এ তেমন নয় ।
চেরাপুঞ্জির জমে থাকা মেঘও নয়
গিরিখাত বা হঠাত চোখে পড়া উপত্যকা নয়
শুধুই অদম্য স্পৃহা; তবুও ......
আমি এই কবিতায়
আরো একটি স্তবক বাড়ানোর
জন্য শব্দ খুঁজে বেড়াই, অথবা
তোমার বুকের খুব ভেতরে
মুখ গুঁজে দিয়ে গল্প শোনার সময়
হঠাৎ মুখ তুলে তোমার দিকে তাকাই
কিছু বলবো বলে; হয়তো......
অনাদি
কিছু শুকনো স্বপ্নদানা
পড়ে ছিলো অবহেলায়
একদিন তুমি এলে অনাদি,
আতিপাতি করে খুঁজে বের
করে নিলে কিভাবে যে !
আমার স্মরনাতীত সব কান্ডকারখানা
একসময় দু'জন মিলেই খুড়লাম
বুকের জমিন, বুনে দিলে
শুকিয়ে কাঠ কিছু স্বপ্ন নিজহাতেই ।
কে হায় বলো হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে ?
আচ্ছা অনাদি !
যাদুর ছিটেও কি দিয়েছিলে ?
কেমন তরতাজা লাল পুঁইডগার
মতো বেড়ে উঠলো স্বপ্নচারাগুলো !
ঝিরঝির দখিনায় দুলে ওঠে,
সোনালী দ্যুতি ছড়ায় সে আঙ্গিনা ।
তোমার জন্য অনাদি,
বুকের করিডোরে ফের শ্যামল ছায়া ।
ঢাকা , বাংলাদেশ ।
কবিতা এবং তার ভাবনা শুধুই স্পর্শ করে অনবরত । ভালো লেখেন আপনি ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন