আত্মশুদ্ধি ।
মরুভুমিতে আমি একা -
দাবাদহে , দগ্ধ হচ্ছি প্রচণ্ড উত্তাপে ।
ঝলসে যাচ্ছে সারা দেহ । পুড়ছে প্রাণ,
পুড়ছে রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা
ঠিক বেঠিকের ধূলিকণারা ...
ক্রমশ পুড়তে পুড়তে -
ঝলসানো দেহ থেকে
খসে পড়তে থাকলো পোড়া কালো আবরণ ।
বয়ে গেলো এক শীতল স্রোত
আমি ঘুরে দাঁড়ালাম ।
না এটা কোন মরীচিকা নয়
এক বিগত প্রানের আত্মশুদ্ধি ।
কলকাতা ।
অসাধারণ।
উত্তরমুছুনঅতীত আর বর্তমানের মিশেল ভরা জীবনের কথা । খুব কঠিন অথচ ভাবলে জীবন টাকেই বোঝা যায় ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন